সব ধরনের ক্রিকেট থেকে সাকিব দুই বছর নিষিদ্ধ: আইসিসি

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৭:০৫ অপরাহ্ণ | 286 বার পঠিত

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় আইসিসির এই শাস্তি দিয়েছে বলে জানা গেছে। ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি মওকুফ পেয়েছেন সাকিব আল হাসান।

প্রায় দুবছর আগে পাওয়া স্পট ফিক্সিং প্রস্তাব ফিরিয়ে দিলেও তা আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটকে না জানানোয় শাস্তির মুখে টেস্ট আর টি টোয়েন্টি অধিনায়ক। আইসিসির কাছে নিজের ভুল স্বীকারও করেছিলেন সাকিব আল হাসান।

দু’বছর আগে পাওয়া সেই ফিক্সিং অফার সম্পর্কে আইসিসি জানতে পারে কল রেকর্ড ট্রেকিংয়ের মাধ্যমে। এরপর অভিযুক্ত সাকিব আল হাসানকে জানানো হয়। সাকিব প্রস্তাব পাবার কথা স্বীকার করেন। সাথে আইসিসিকে না জানানোর জন্য ভুলও স্বীকার করেছেন। তবে ফিক্সিং প্রস্তাব পেলে না গোপন করাও অপরাধ। আইসিসির অ্যান্টিকরাপশন ধারা ২ এর ৪ উপধারায় যার শাস্তি সর্বনিম্ন ৬ মাস আর সর্বোচ্চ পাঁচ বছর।

মুক্ত ক্যাম্পাস/ডেএসআর

পূর্ববর্তী নিবন্ধকুবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
পরবর্তী নিবন্ধপবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর