সংসদের মুলতবি বৈঠক বসছে কাল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ জুন ২০২০ | ২:২৮ অপরাহ্ণ

পাঁচ দিন বিরতির পর চলমান জাতীয় সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল সোমবার (২৯ জুন) আবার শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এ মুলতবি দেয়া হয়।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

জানা গেছে, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ রবিবার (২৮ জুন) পর্যন্ত ১৭ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধ৫৪ কোটি টাকার বাজেট পেল বশেমুরবিপ্রবি, কমেছে ইউজিসির অনুদান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা