শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ | 195 বার পঠিত
শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পাশের উপজেলার একটি হাটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন জামাই সোহেল আহমদ (২৮) নামের এক যুবক।

বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। পরে চোরাই গরুসহ ওই যুবককে বিয়ানীবাজার পুলিশে দেন স্থানীয়রা। গরু চোর সোহেল বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল আহমদ। পরে বুধবার বিকেলে চুরি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি। ফকিরবাজার হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াহুড়ো করে বিক্রির প্রবণতা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। পরে খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই

রাতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার সোহেল আহমদকে আদালতে পাঠানো হবে বলেও জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঈদ ও বন্যা ঘিরে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর