শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৭:০৪ অপরাহ্ণ | 121 বার পঠিত
শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশকে গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশকে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন |

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান এবং শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা আরো অধিক নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে সকল স্তরের সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি এ সময় সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি সরকারি কর্মচারীদের অধিক কর্মদক্ষ করে গড়ে তুলতেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনির উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দপ্তর প্রধানের মধ্যে হতে তিনজনকে শুদ্ধ পুরস্কারের জন্য মনোনীত করা হয় | শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন: দপ্তর/সংস্থা প্রধান ক্যাটাগরিতে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার, গ্রেড-১ হতে গ্রেড -১০ ভুক্ত ক্যাটাগরিতে উপসচিব মো. নূরুল হক এবং গ্রেড-১১ হতে গ্রেড -২০ ভুক্ত ক্যাটাগরিতে প্রশাসনিক কর্মকর্তা বীণা সরকার। প্রতিমন্ত্রী এ সময় পুরস্কার প্রাপ্তদের হাতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধভোলার ইলিশায় সেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধপিইসি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী