শিক্ষার্থীদের টিকা দিতে ২৭ অক্টোবরের মধ্যে তথ্য চেয়েছে মাউশি

এমসি রিপোর্ট
সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ
কলেজে অনলাইন পাঠদানে ফের মাউশির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য চাওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য মাউশির ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিতক এক বিজ্ঞপ্তিতে থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন ঢাকা মহানগর ছাড়া সব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা ইমেইল পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা আগামী ২৭ অক্টোবরের মধ্যে মাউশির ই-মেইলে ([email protected]) পাঠাবেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৩তম বিসিএসের প্রিলির আসন বিন্যাস প্রকাশ
পরবর্তী নিবন্ধসাত কলেজে ভর্তির আবেদন ৯৫ হাজার ৬২২ শিক্ষার্থীর