শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান

এমসি রিপোর্ট
বুধবার, ২০ অক্টোবর ২০২১ | ৮:০২ অপরাহ্ণ | 201 বার পঠিত
শিক্ষানীতি ২০১০ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র। করোনার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালাচ্ছে চক্রটি। প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। চক্রটি তাদের মোবাইল নম্বর ঘন ঘন পরিবর্তন করছে। বিষয়টি নজরে আসলে সব শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

প্রতারণার বিষয়টি জানিয়ে ফেসবুকের এক পোস্টে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, প্রতারিত হবেন না প্লিজ। সতর্ক হন: নিরাপদ থাকুন।

জানা গেছে, প্রতারণার বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ধর্মীয় অবমাননার জেরে অপ্রীতিকর ঘটনা: পুলিশ