শিক্ষামন্ত্রীকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | ১:২১ পূর্বাহ্ণ
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি চলতি বছরেই
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রীকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইউনেস্কোর এসডিজি ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

সোমবার (১৫ নভেম্বর) সকালে উপাচার্য এই অভিনন্দন জানান।

এর আগে ১০ নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে মাননীয় মন্ত্রীকে ইউনেস্কোর এসডিজি৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়।

এসডিজি ৪ অর্জনে সদস্য দেশ সমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন করা হয়েছে। শিক্ষামন্ত্রী এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

গুরুত্বপূর্ণ এই কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে শিক্ষামন্ত্রী নিরলসভাবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর সদস্য দেশ সমূহ ইউনেস্কোর এসডিজি ৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করেছেন। সে জন্য মন্ত্রীকে জানই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আপনাকে গুরুত্বপূর্ণ এই কমিটির সদস্য নির্বাচিত করায় ইউনেস্কোর সদস্য দেশ সমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ও ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধউইটসা পুরস্কার : প্রধানমন্ত্রীকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন
পরবর্তী নিবন্ধকথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই