শিক্ষাব্যবস্থা এখনও পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব: রাশেদা কে চৌধুরী

এমসি ডেস্ক
সোমবার, ২৯ মার্চ ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ
সংক্ষিপ্ত সিলেবাসে শ্রেণি শিক্ষা চালু করা প্রয়োজন: রাশেদা কে. চৌধুরী
ফাইল ছবি

শিক্ষাব্যবস্থা এখনও পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেছেন, ‘শিক্ষা খাতে বৈষম্যের লাগাম আজও টানতে পারিনি আমরা। এখন এগুলোই শিক্ষা খাতের বড় চ্যালেঞ্জ।’

দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রত্যাশা থাকবে- আগামী দিনগুলোতে শিক্ষার মান বাড়বে। বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটবে।

তিনি বলেন, ‘৫০ বছরে দেশ হিসেবে আমাদের অনেক অর্জন রয়েছে। সামরিক সরকারের আমলে কিছুটা হোঁচট খেয়েছি আমরা। গণতান্ত্রিক আমলে অর্থনীতি, দারিদ্র্য বিমোচন ও নারীর অংশগ্রহণে আমরা বড় ধরনের সাফল্য পেয়েছি। শিক্ষা খাত নিয়ে আমি বলব, আজও আমরা প্রত্যাশিত মান অর্জন করতে পারিনি।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধহেফাজতে ইসলামের পথভ্রষ্ট একাংশই অরাজকতায় জড়িত: শিক্ষা উপমন্ত্রী