শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

এমসি রিপোর্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১ | ১২:২৬ পূর্বাহ্ণ
৭ মার্চকে 'জাতীয় ঐতিহাসিক দিবস' ঘোষণায় খুবি উপাচার্যের অভিনন্দন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কেন্দ্রীয় কর্মসূচিতে দেশের বিশ্ববিদ্যালয়সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করতে হবে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তা পালন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার বিভাগীয় উপপরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এই নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রসঙ্গত, ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলনের বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে গত ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে। এতে ইংরেজিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ ডে’ হিসেবে যুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজরুরি ভিত্তিতে প্রাথমিকের তথ্য চেয়েছে সরকার
পরবর্তী নিবন্ধঅবশেষে মুক্তি পেল নাইজেরিয়ার ৩০০ স্কুলছাত্রী