শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

এমসি রিপোর্ট
রবিবার, ০৭ আগস্ট ২০২২ | ১:৩৩ পূর্বাহ্ণ
শাহজালাল ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২

শাহজালাল ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিয়মিত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২০২১ ইং সালে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের (এইচএসসি/সমমান ও ব্যাচেলর ডিগ্রী/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি দেবে ‌’শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’। আবেদনের শেষ সময় আগামী ১৭ আগস্ট।

আবেদনের যোগ্যতা :

বিভাগ

বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ/অন্যান্য বিভাগ
জিপিএ-৫.০০ জিপিএ-৪.৮০

সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে

জিপিএ-৪.৮০ জিপিএ-৪.৫০

আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের ৩নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের ‘ফরম’ শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

যে সকল আবেদনকারীর পিতা/মাতার বাৎসরিক আয় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফরম-এ উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা এবং নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের প্রতিটা ব্যাংক ই সিএসআর কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। সিএসআর হলাে এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা রীতি , যা সমাজের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকে নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে ।

ব্যবসা প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিদ্যমান ক্ষোভ, অসমতা ও দারিদ্র্য কমানাের উদ্দেশ্যেই সিএসআরের প্রবর্তন ।

বর্তমানে সারা বিশ্বেই সিএসআর খাতে ব্যয়কে করপােরেট প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হিসেবে দেখা হয় । ব্যাংকগুলাের কর – পরবর্তী নিট মুনাফা থেকে সিএসআর খাতে ব্যয়ের নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালে প্রথমবারের মতাে প্রজ্ঞাপন জারি করে সিএসআর খাতে ব্যয় করার জন্য ব্যাংকগুলােকে দিকনির্দেশনা দেয়।

আর এই CSR এর অর্থ ব্যয়ের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি শিক্ষাখাত কে দেওয়া হয় এবং সেই লক্ষে দেশের বিভিন্ন ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। শিক্ষাবৃত্তি প্রদান করে এমন ব্যাংকের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক অন্যতম একটি।

শাহজালাল ইসলামী ব্যাংক প্রতি বছর এস.এস.সি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে “Shahajalal Islami Bank Scholarship” প্রোগ্রামের আওতায় শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করে থাকে।

আবেদনের প্রেক্ষিতে নিখুঁত ভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে ৪-৫ মাস পরে বৃত্তির রেজাল্ট ঘোষণা করে থাকে।

Shahjalal Islami Bank Scholarship Circular 2022

এরই ধারাবাহিকতায় শাহজালাল ইসলামী ব্যাংকের নিয়মিত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় “ শাৰ্জালাল ইসলামী ব্যাংক

ফাউন্ডেশন ” ২০২১ সালে মাধ্যমিক / সমমান ও উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের (এইচএসসি / সমমান ও ব্যাচেলর ডিগ্রী / সমমান অধ্যয়নরত শিক্ষার্থী ) মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে।

নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরম – এ আবেদন করতে হবে ।

আবেদনপত্রের ‘ ফরম ‘ শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখা থেকে সংগ্রহ করা যাবে ।

অথবা আবেদন ফর্ম নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকেও ডাউনলোড করা যাবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি এর পরিমাণ ও সময়কাল

শিক্ষার স্তর : এইচ.এস.সি.

সময়কালঃ ২ বছর।

মাসিক বৃত্তিঃ ২,০০০ টাকা।

প্রাথমিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬,০০০ টাকা ও অনুষ্ঠান স্থলে আসা যাওয়ার জন্য ১,০০০ টাকা।

শিক্ষার স্তরঃ স্নাতক (অনার্স, এমবিবিএস, ডিভিএম,আর্কিটেক্ট)

সময়কালঃ ৩-৫ বছর।

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা।

প্রাথমিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬,০০০ টাকা ও অনুষ্ঠান স্থলে আসা যাওয়ার জন্য ১,০০০ টাকা।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি র জন্য আবেদনের যোগ্যতা:

বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ

বিজ্ঞান বিভাগঃ জিপিএ -৫.০০

অন্যান্য বিভাগঃ জিপিএ – ৪.৮০

সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে :

বিজ্ঞান বিভাগঃ জিপিএ -৪.৮০

অন্যান্য বিভাগঃ জিপিএ – ৪.৫০

শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন প্রসেসঃ

আবেদনের নিয়মঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

শাহজালাল ইসলামী ব্যাংক এর যে কোন শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ করে অথবা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে তারপর পূরণ করে প্রয়োজনীয় কাগপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন ফরম জমা দেওয়ার ঠিকানাঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্রাদি একসাথে স্টাপল করে ডাক/কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে :

হেড অব ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ‘শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার’

প্লট নংঃ ৪, ব্লকঃ সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২

আবেদনের শর্তাবলীঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ

আবেদনকারীর ৩ কপি এবং পিতা/মাতা অথবা অভিভাবকের ১কপি সদ্য তোলা ছবি আবেদন ফরমের নিদৃষ্ট স্থানে সঠিকভাবে সংযোজন করতে হবে।

এসএসসি/এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিট-এর সত্যায়িত ফটোকপি।
এস.এস.সি/এইচ.এস.সি পাশের টেষ্টুমোনিয়াল-এর সত্যায়িত ফটোকপি।
এসএসসি/এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

ছাত্র/ছাত্রীর বর্তমান অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড/প্রত্যায়নপত্র এবং ভর্তির রশীদ এর সত্যায়িত ফটোকপি।

ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ, সেই সাথে পিতা অথবা মাতার ছবি যুক্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
ছাত্র-ছাত্রীর পিতা, মাতা অথবা অভিভাবক চাকুরী থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটের অফিসার, ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়াম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূলকপি।

সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল, ফোন নম্বর এবং ই-মেইল ফরম এ উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২

অন্যান্য শর্তাবলীঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি

উপরোক্ত তথ্যাবলির কোন একটি অসম্পূর্ণ থাকলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

পিতা মাতার মাসিক আয় ১৫ ০০০ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
ফর্মে দেয়া কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: শুরু হয়েছে

আবেদনের শেষ তারিখঃ ১৭ আগস্ট ২০২২

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল :

ফলাফল প্রকাশ হলে অফিসিয়াল ওয়েবসাইট www.sjiblbd.com এ অথবা প্রত্যেককে মেসেজ করে জানানো হবে এবং একই সাথে বাসায় এওয়ার্ড লেটার প্রেরণ করা হবে পাশাপাশি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মনােনীত ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির পরিমাণ:

ক) শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক মনােনীত এস.এস.সি/সমমান উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে জনপ্রতি

আনুষ্ঠানিকভাবে ৩ মাসের বৃত্তির ৬,০০০/- টাকা, বই-পুস্তক ও পোষাক ক্রয় বাবদ (এককালীন) ৬,০০০/- টাকা, অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য যাতায়াত ভাড়া বাবদ (এককালীন) ১,০০০/- সহ সর্বমােট ১৩,০০০/- টাকা প্রদান করা হবে।

এইচ.এস.সি/সমমান অধ্যয়নরত (দুই বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,০০০/- টাকা হারে অবশিষ্ট ২১ (একুশ) মাস পর্যন্ত

বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর স্ব-স্ব ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। Shahajalal Islami Bank Scholarship

খ) এইচ.এস.সি/সমমান উত্ৰীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে জনপ্রতি ৩ মাসের বৃত্তির ৭,৫০০/- টাকা, বই-পুস্তক ও পােষাক ক্রয় বাবদ (একালীন) ৬,০০০/- টাকা, অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য

যাতায়াত ভাড়া বাবদ (এককালীন) ১,০০০/- সহ সর্বমােট ১৪,৫০০/- টাকা প্রদান করা হবে। স্নাতক সম্মান অধ্যয়নরত (৪ বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,৫০০/- হারে অবশিষ্ট ৪৫

(পয়তাল্লিশ) মাস পর্যন্ত এবং ব্যাচেলর ডিগ্রী অধ্যয়নরত (৩ বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,৫০০/- হারে অবশিষ্ট ৩৩ (তেত্রিশ) মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর স্ব-স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।

ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট :  https://www.sjiblbd.com/

পূর্ববর্তী নিবন্ধকুয়েত দূতাবাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পরবর্তী নিবন্ধবিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদ-১০০ টি