শার্শায় গরু বোঝাই নছিমন উল্টে ব্যবসায়ী নিহত

বেনাপোল প্রতিনিধি:
বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

যশোরে শার্শায় গরু বোঝাই নছিমন উল্টে মজনু হোসেন (৪৩) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় নছিমন চালক ইয়ানুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গরু ব্যবসায়ী মজনু হোসেন শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত ইয়ানুর রহমান একই গ্রামের পুটে বিশ্বাসের ছেলে।

আহত ইয়ানুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ২ টার দিকে নছিমনে করে দুইটি গরু নিয়ে শার্শার বাগাআঁচড়া সাতমাইল গরুর হাটে যাচ্ছিলেন। এসময় নসিমনটি নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়কের পিঁপড়াগাছি নামক স্থানে জোহরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরুসহ নছিমন গাড়িটি উল্টে যায়। এসময় তারা দুইজনে গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালে বিকালে মজনু হোসেন মারা যায়।

নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ টিটু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর গাড়ি উল্টে দুইজন আহত হলে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে গরু ব্যবসায়ী মজনু হোসেন নিহত হয়েছেন।

মুক্ত ক্যাম্পাস/শেখ নাছির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইয়্যুথ ক্যাম্পে যোগ দিতে চীন যাচ্ছে ইবি টিম
পরবর্তী নিবন্ধইবিতে এডিসমশা নির্মূল কর্মসূচির উদ্বোধন