মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ
করোনাভাইরাসের বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দীর্ঘ ৩ মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে। এবার শর্তসাপেক্ষে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
 
গতকাল সোমবার (৮জুন) থেকে শর্তসাপেক্ষে এসব মসজিদে নামাজ আদায় করতে পারছেন মুসল্লিরা। একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে এক দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন।
 
করোনা-সংকট উত্তরণে চার ধাপের দ্বিতীয় ধাপ চলে আসায় ৮ জুন থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে স্পেন সরকার। তবে এখনো নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে। দেশটির মুসলমানেরা মসজিদের দরজা খুলে দেওয়ার প্রত্যাশায় ছিলেন। অবশেষে সীমিত পরিসরে হলেও এ দেশের মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদগুলো।
মুক্ত ক্যাম্পাস/টিআর
পূর্ববর্তী নিবন্ধকরোনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফারমার্স ব্যাংকে ঋণ কেলেঙ্কারি, দুই বছরেও শেষ হয়নি তদন্ত