চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার ল্যাব চালু হল আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শনিবার, ০৯ মে ২০২০ | ৪:০০ অপরাহ্ণ | 352 বার পঠিত
চট্টগ্রাম মেডিকেলে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের সরঞ্জাম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তৃতীয় ল্যাব চালু হয়েছে। প্রতিদিন এই ল্যাবটিতে ৯০টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শনিবার ( ৯ মে ) সকালে ল্যাবটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। গত বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ল্যাবটিতে কিছু নমুনা টেস্ট করা হলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর আগ থেকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজের ল্যাব এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইসেন্স ইউনিভার্সিটির ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এসএম

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধজ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা