লোকগানের প্রতিযোগিতায় সেরা ৩০-এ জবির সৈকত

জবি প্রতিনিধি:
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | ৯:১৪ পূর্বাহ্ণ
লোকগানের প্রতিযোগিতায় সেরা ৩০-এ জবির সৈকত

আরটিভিতে অনুষ্ঠিত লোকগানের প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’এ সেরা ৩০ এ স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ সৈকত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রথম সারির ৩০ শিল্পীর তালিকা প্রকাশ করেছে এই প্রতিযোগিতার আয়োজকেরা।

উল্লেখ্য, করোনা মহামারির এ সময়ে ঘরবন্দী বাংলার সুরকে বিশ্বে পরিচয় করিয়ে দিতে আরটিভি আয়োজন করে ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার। গত ১১ জুন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় অনলাইনে। প্রাথমিকভাবে প্রতিযোগীদের পাঠানো ভিডিও থেকে বাছাই করা হয় সেরা ১০০ জনকে।

দ্বিতীয় পর্যায়ে গত ১৭ নভেম্বর প্রতিযোগিতার স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। প্রথম রাউন্ডে ১০০ জন থেকে বাদ পড়েন ৫০ জন। তারপর দ্বিতীয় রাউন্ডে ৫০ জন থেকে সেরা ৩০ জনের নাম উঠে আসে। সেখানে নাহিদ সৈকত জায়গা করে নেন।

প্রতিযোগিতা নিয়ে নাহিদ সৈকত বলেন, আসলে বাংলার গায়েন আমার কাছে একটা স্বপ্নের মঞ্চ। ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম আমি আলোয় ঝলমলে একটা মঞ্চে গুনী বিচারকদের সামনে গান গাইবো। আরটিভি বাংলার গায়েন আমাকে আমার স্বপ্নের মঞ্চের সিড়িতে পৌঁছে দিয়েছে। এ পর্যন্ত আসার পেছনে আমার বাবা-মা, শিক্ষক, বন্ধুদের বেশ বড় অনুপ্রেরণা রয়েছে। যেহেতু ফাইনালে ৬ জন থাকবে তাই আমি আপ্রাণ চেষ্টা করবো শেষ পর্যন্ত টিকে থাকার। বাকিটা ওপরওয়ালার ইচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি’
পরবর্তী নিবন্ধমাটির স্বাস্থ্যের সঙ্গে মানবস্বাস্থ্যের সম্পর্ক নিবিড়: প্রধানমন্ত্রী