করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, একদিনে ১৪৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ১১:৩৫ পূর্বাহ্ণ
করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, একদিনে ১৪৮০ জনের মৃত্যু

করোনার ভয়াল থাবায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়ই চলছে। প্রতিদিনই হচ্ছে মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮০ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৩৫ জন। যা নাইন ইলেভেনের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই হামলায় নিউ ইয়র্কে ২ হাজার ৭শ জন নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ৭ হাজার ৪০৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৮৯৭জন।

করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, একদিনে ১৪৮০ জনের মৃত্যু

প্রসঙ্গত, নিউইয়র্কে এ পর্যন্ত ২ হাজার ৯৩৫ জন মারা গেছে করোনায়। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬৩ জনে।

এই অবস্থায় কোভিড-১৯ মোকাবিলায় অন্যান্য অঙ্গরাজ্যগুলো থেকে সহযোগিতা কামনা করেছেন গভর্নর কুমো। অন্তত আরও দুই সপ্তাহ এভাবে মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে বলে আশঙ্কা গভর্নরের।

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম লক্ষ্যবস্তু নিউইয়র্ক। তবে গভর্নর অ্যান্ড্রিউ কুমোর ধারণা, ক্রমেই অন্যান্য অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়বে কোভিড-১৯।

তবে করোনায় নিউইয়র্ক যখন বিপর্যস্ত, তখন সেখানকার স্বাস্থ্য কমিশনার ডা. হাওয়ার্ড জুকারের ভূমিকা আলোচনায় এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সংক্রমণ এড়াতে জনগণকে মাস্ক পরার বিষয়ে এখনও উৎসাহ দিতে দেখা যায়নি তাকে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় যেভাবে সাফল্য পেল আইসল্যান্ড
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন