লক্ষ্মীপুর পৌরসভায় বিপুল ভোটে মেয়র নির্বাচিত মাসুম ভূঁইয়া

হাসান আসকারী, লক্ষ্মীপুর
রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | ১০:০৭ অপরাহ্ণ | 106 বার পঠিত

লক্ষ্মীপুর পৌরসভায় বিপুল ভোটে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির উদ্দিন দুই হাজার ৫১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাকিরুল আল মামুন ৪৭০ ভোট ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) আবদুর রহিম ২৮৫ ভোট পেয়েছেন। তবে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে হাতপাখার প্রার্থী পুনরায় নির্বাচন দাবি করে দুপুরে ভোট বর্জন করেছেন।

নব নির্বাচিত মেয়রকে এম.কে মোজাইক এন্ড স্যানিটারীর শুভেচ্ছা। ছবি: মুক্ত ক্যাম্পাস

সূত্র জানায়, এ পৌরসভায় ১৫টি ওয়ার্ডের ২৮টি কেন্দ্রে মোট ৭১ হাজার ৩২২ জন ভোটারের মধ্যে ৪১ হাজার ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির আল মামুন পেয়েছেন ৪৭০ ভোট, সিংহ প্রতীকের জাতীতাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মো. আব্দুর রহিম পেয়েছেন ২৮৫ ভোট। ৫৩ ভোট বাতিল হয়েছে। পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন।

নব-নির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। নিয়ম অনুযায়ী বাকি তিনপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এদিকে এ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন ১নং ওয়ার্ডে গোলাম মোস্তফা (পানির বোতল), ২নং ওয়ার্ডে মোঃ আল আমিন (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে সুমন বিন তাহের পাটওয়ারী (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে আবুল কালাম (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে উত্তম দত্ত (উটপাখী), ৬নং ওয়ার্ডে আবুল খায়ের স্বপন (ডালিম), ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন (পানির বোতল), ৮নং ওয়ার্ডে জাহিদুজ্জামান চৌধুরী রাসেল (উটপাখী), ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (উটপাখী), ১০নং ওয়ার্ডে জসিম উদ্দিন (পাঞ্জাবী), ১১নং ওয়ার্ডে মাকছুদুর রহমান আলমগীর (উটপাখী), ১২নং ওয়ার্ডে রিয়াজ হোসেন রাজু (পাঞ্জাবী), ১৩নং ওয়ার্ডে আহসানুল করিম শিপন (উটপাখী), ১৪নং ওয়ার্ডে জহিরুল ইসলাম (পানির বোতল), ১৫নং ওয়ার্ডে মো. রাকিবুল হাসান ভূইয়া রাজিব (উটপাখী)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে শাহিনা আক্তার ফেরদৌসী (চশমা), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে তাছলীমা আক্তার (আনারস), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে বেগম লুলু (চশমা), ১০, ১১, ১২ নং ওয়ার্ডে নাহিদা আক্তার রিনা (চশমা), ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে রাহিমা বেগম (আনারস) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এদিকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জেলার রায়পুর ও রামগঞ্জের ২০টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩জনসহ নৌকা প্রতীকের ১৩ জন, বিদ্রোহী চেয়ারম্যান হলেন ৭ জন।

রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরে মো. নাছির খান (নৌকা প্রতীক), নোয়াগাঁও মো. সোহেল পাটোয়ারি (নৌকা প্রতীক), ভাদুরে মো. জাবেদ হোসেন (নৌকা প্রতীক), ইছাপুরে মো. আমির হোসেন খান (আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী), লামচরে ফয়েজুল্লাহ জিসান (মটরসাইকেল প্রতীক আওয়ামী লীগের বিদ্রোহী), দরবেশপুরে মো. মিজানুর রহমান (নৌকা প্রতীক), করপাড়ায় জাহিদ মির্জা (ঘোড়া প্রতীকে বিদ্রোহী), চন্ডিপুরে মো. সামছুল ইসলাম সুমন (মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী), ভোলাকোট মো. দেলোয়ার হোসেন দিলু (চশমা প্রতীকে বিদ্রোহী), ভাটরায় শেখ সামছুল ইসলাম বুলবুল (আনারস প্রতীকে বিদ্রোহী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রায়পুর উপজেলার উত্তর চর আবাবিলে জাফর উল্যাহ দুলাল হাওলাদার (বিদ্রোহী), উত্তর চর বংশীতে মো. আবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক), চর মোহনায় মোহাম্মদ সফিক পাঠান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক), সোনাপুরে বিএম ইউসুফ জালাল কিসমত (নৌকা প্রতীক), চর পাতায় মো. সুলতান মামুন রশীদ( নৌকা প্রতীক), কেরোয়ায় শাহিনুর বেগম রেখা (নৌকা প্রতীক), বামনীতে তাফাজ্জল হোসেন(নৌকা প্রতীক), দক্ষিণ চরবংশীতে আবু জাফর মো. সালেহ(নৌকা প্রতীক), দক্ষিণ চর আবাবিলে হাওলাদার নুরে আলম জিকু(নৌকা প্রতীক), রায়পুরে সফিউল আজম (নৌকা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধইবির খালেদা জিয়া হলে কালচারাল সোসাইটির যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধশেকৃবিতে প্রক্সি দেয়া সেই যুবক বুয়েট শিক্ষার্থী