লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

শুক্রবার, ০৫ জুলাই ২০১৯ | ৯:৪৮ পূর্বাহ্ণ | 397 বার পঠিত

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ, পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান, বৃক্ষমেলা ও ফলজ বৃক্ষরোপন পক্ষ।

এ উপলক্ষ্যে সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী জেলা শহর প্রদক্ষিণ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউজ্জামান ভূঁইয়া এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলাল হোসেন খান, সহকারী বন সংরক্ষক মো. শাহাজাহান আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

মুক্ত ক্যাম্পাস/জেডআর
পূর্ববর্তী নিবন্ধদ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সম্মত করবে চীন
পরবর্তী নিবন্ধশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া