লক্ষ্মীপুরে প্রতিহিংসার রাজনীতির শিকার নুরুল আজিম বাবরের প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ | ৬:৩০ অপরাহ্ণ | 214 বার পঠিত

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যানার-ফেস্টুন ছাপিয়ে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এরই অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর শহরে কিছু ব্যানার-ফেস্টুন সাঁটান। গতরাতে শহরের কয়েকটি স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সেসব ব্যানার দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে। দীর্ঘ কারাবরণ শেষে রাজনীতিতে ফিরে আসা বাবর এই কাণ্ডে অত্যন্ত বেদনাহত হন। আজ বৃহস্পতিবার তিনি তার ফেসবুক আইডিতে এ সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

শ্রদ্ধেয়
সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিয় সহযোদ্ধা,
আসসালামু আলাইকুম।

আমি
সৈয়দ নুরুল আজিম বাবর
সাবেক সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
লক্ষ্মীপুর জেলা শাখা

আমরা সবাই জানি আজ ৩ ডিসেম্ভর ২০২০ ইং তারিখে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ও লক্ষীপুরের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে উনাদের ছবি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিছু ফেস্টুন ব্যানার বিভিন্ন স্থানে স্থাপন করি।

দীর্ঘ প্রায় ১৯ বছর কারাভোগের পর সদ্য মুক্তি পেয়ে এই প্রথম নেতৃবৃন্দের আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কোন পদ-পদবির প্রার্থী না।

এরপরেও বিভিন্ন স্থানে আমার ফেস্টুন সরিয়ে কিংবা নষ্ট করে বিভিন্ন প্রার্থীর ফেস্টুন লাগানো হয়েছে। যা আমাকে খুবই ব্যথিত করেছে, এই ধরনের সংস্কৃতি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

আশা করি আপনাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম পরিহার করবেন।

রাজনীতি কখনো ব্যানার, ফেস্টুন ,কিংবা , হিংসা দিয়ে হয় না। রাজনীতি করতে হলে নেতাকর্মী ও মানুষকে ভালবাসতে হয়, আমি এই নোংরা রাজনীতির প্রতি ঘৃণা প্রকাশ করছি। এই অপসংস্কৃতি ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজের বিচারের ভার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

আশা করি ভবিষ্যতে সবাই আদর্শিক , নৈতিকতা সম্বলিত ও সুস্থ ধারার রাজনৈতিক চর্চা করবেন।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

পূর্ববর্তী নিবন্ধন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রাতিষ্ঠানিক ই-মেইল পেল ববি শিক্ষার্থীরা