লক্ষ্মীপুরে করোনায় আরও ৩ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | ১১:২১ অপরাহ্ণ | 124 বার পঠিত
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

লক্ষ্মীপুর জেলায় আজ রবিবার (২৬ এপ্রিল) আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩ জনই রামগতি উপজেলার বাসিন্দা। রবিবার রাত ১০ টা ৫০ মিনিটের দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার মোট ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নেগেটিভ শনাক্ত হয়েছে ৩৩ জন।

এনিয়ে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলার রামগঞ্জে ১৬ জন, সদর উপজেলায় ১০ জন (একজন ঢাকা থেকে আগত), কমলনগরে তিনজন ও রামগতিতে চারজন।

লক্ষ্মীপুরে করোনায় আরও ৩ জন আক্রান্ত

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ ৯৪৭ জন। এ পর্যন্ত মোট ফলাফল পাওয়া গেছে ৫৯০ জনের। মোট নেগেটিভ এসেছে ৫৫৮ জনের। ফলাফল এখনও পেন্ডিং আছে ৩৫৭ জনের।

উল্লেখ্য, আজ রবিবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের বিআইটিআইডি’তে ১০১টি নমুনা পরীক্ষার পর ১০ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম জেলার ৭ জন এবং বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/জেডআর/এসপি

পূর্ববর্তী নিবন্ধকরোনা মহামারির সতর্কতা গত বছরই পেলেন ব্রিটিশ মন্ত্রীরা!
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজ ১০ করোনা রোগী শনাক্ত