লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ১:২৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ (শ্বাস কষ্ট, খিচুনী) নিয়ে দুইবছর তিন মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে কমলনগর উপজেলায় তার নিজ বাড়িতে মারা যায় শিশুটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে নিহতের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। কমলনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এর আগেও শিশুটির শ্বাস কষ্ট ছিল। গেল দুইদিন আগে তার শ্বাস কষ্ট বেড়ে যায়, রাতে খিচুনী, শ্বাস কষ্ট হয়ে শিশুটি মারা যায়। শিশুটির করোনা উপসর্গ থাকায় (শ্বাস কষ্ট, খিচুনী ) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে। এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, একদিনে ১৪৮০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯