চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ
আজ পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে রোজা । রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ মঙ্গলবার শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরী খাবেন।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার ২৯ দিনেই শেষ হলো শাবান মাস। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।

পূর্ববর্তী নিবন্ধখোলা থাকবে ব্যাংক, লেনদেন সাড়ে ৯টা থেকে দেড়টা
পরবর্তী নিবন্ধপ্রতীকী মঙ্গল শোভাযাত্রায় ঢাবিতে বর্ষবরণ