রাশিয়ার স্টুডেন্ট ভিসা : সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের পরামর্শ

এমসি রিপোর্ট
সোমবার, ২৩ আগস্ট ২০২১ | ১২:৫৬ পূর্বাহ্ণ
‘বাংলাদেশিদের ‘ভাইরাস বোমা’ বলেননি ইতালির প্রধানমন্ত্রী’

২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে/শিক্ষাপ্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছেন এবং স্টুডেন্ট  ভিসা পেতে বিলম্ব হচ্ছে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়।

রবিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত শিক্ষার্থী চলতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে/শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তারা সংশ্লিষ্ট রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে/শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল কলেজ খোলার নোটিশ স্রেফ গুজব
পরবর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ আজ