২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় ১৪ মৃত্যু

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৫ জুন ২০২১ | ১২:১৪ অপরাহ্ণ
আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) একদিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় ১১১ জন আক্রান্ত, মৃত্যু ৭
পরবর্তী নিবন্ধফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা চেষ্টা