রাবি ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় ফেব্রুয়ারি মাসেই ক্যাম্পাস ও হল খোলাসহ পাঁচ দফা দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা।

বাকি দাবিগুলো হলো- অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে দিতে হবে, আটকে থাকা পরীক্ষা দ্রুত সম্পূর্ণ করতে হবে, সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাস (তত্ত্বীয় ও ব্যবহারিক) শেষ করতে হবে, হল ফি মওকুফ করতে হবে ও শিক্ষার্থীদের সকল ধরনের ফি ৫০ শতাংশ কমাতে হবে।

মানববন্ধনে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ আমানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমানে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু হচ্ছে না। দেশের চারটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হলেও কোন সিদ্ধান্ত নিজে নিতে পারে না। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া স্বত্ত্বেও ক্যাম্পাস খোলার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয়। এটি আমাদের শিক্ষাখাতকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘কোথাও দেখে বোঝার উপায় নেই যে, বর্তমানে কেউ করোনাভাইরাস আতঙ্কে আছে। শুধু বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কর্তৃপক্ষের মনে হয়, ক্লাসরুম ও হলগুলোতেই করোনাভাইরাস রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ মেরুদণ্ডের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে অবিলম্বে ক্যাম্পাস ও হল খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করবে।’

পূর্ববর্তী নিবন্ধজন্ম নিবন্ধন সনদ জটিলতায় উপবৃত্তি বাধাগ্রস্ত হবে না: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধটেক্সটাইলস শিক্ষায় সহায়তা করতে চায় জার্মানি