রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
রবিবার, ১০ অক্টোবর ২০২১ | ৫:১০ অপরাহ্ণ
রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত সি-ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক একরামুল হামিদ বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পছন্দক্রম (বিভাগ) ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে।

আগামী ২৩ অক্টোবর পছন্দ ও মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.ru.ac.bd/undergraduate/ গিয়ে ইউনিট নির্বাচন করে পরীক্ষার রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এ ইউনিটে প্রায় ১ হাজার ৬০০টি আসন রয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের (কৃষি ও বিজ্ঞান অনুষদ) অধীনে রয়েছে ১৬১২ টি আসন। এই ইউনিটের তিনটি গ্রুপ মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধশিশুদের করোনা টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন
পরবর্তী নিবন্ধকথিত গণরুম কোনোভাবেই কাম্য নয় : ঢাবি উপাচার্য