রাবিতে দুই দিনব্যাপী আন্ত:কলেজ সাঁতার প্রতিযোগিতা শুরু

জান্নাতুল ফেরদৌস, রাবি :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৮:২১ অপরাহ্ণ | 166 বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী শুরু হয়েছে আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু ও মতিহার হলের সাঁতারু মো. রফিকুল ইসলাম প্রতিযোগীদের শপথবাক্য পাঠ করান। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ থেকে ছাত্ররা অংশগ্রহণ করে।

মুক্ত ক্যাম্পাস/জান্নাতুল ফেরদৌস/রানা

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেলের নিরাপত্তায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের নির্দেশ
পরবর্তী নিবন্ধবন্ধুত্বের বন্ধন অটুট করতে হালতি বিল ভ্রমণ