যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৮ এপ্রিল ২০২০ | ১২:০৮ অপরাহ্ণ | 194 বার পঠিত
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৯০৭ জনে দাঁড়ালো।

করোনা আঘাত হানার পর একদিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। দেশটিতে এর মধ্যে নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ। শুধু এই অঞ্চলেই একদিনে ৭৩১ জনের মৃত্যু হয়। মোট মৃত্যু ৫ হাজার ৪৮৯ জন।

এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যাও হুহু করে বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৭৮৫ জন। যা বিশ্বের যেকোন দেশের তুলনায় বেশি।

তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মোট মৃত্যু ১৪ হাজার ৪৫ জন।

সূত্র: জনস হপকিন্স ইউনিভারসিটি

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর খুনের বিচার নিয়ে কটুক্তি, ইবি শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধকাপাসিয়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, এলাকায় আতঙ্ক