যুক্তরাষ্ট্রে করোনায় একদিনেই ১১৬৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ | ১০:২৮ পূর্বাহ্ণ
বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছুঁই ছুঁই

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ হাজার ১শ ৬৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

চীন থেকে গত বছরের ডিসেম্বরে করোনা ছড়িয়ে পড়ার পর এটি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে। রাজ্যটিতে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ১ হাজার ৫৬২ জন। এছাড়া পুরো যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮০ জন। এদিকে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মাস্ক ছাড়া না বের হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও দুদিন আগে পর্যন্ত শুধুমাত্র আক্রান্ত ব্যক্তি ছাড়া সুস্থ ব্যক্তিদের মাস্ক পরার দরকার নেই বলে জানায় ডব্লিউএইচও।

হংকংয়ের নতুন এক গবেষণা অনুযায়ী, সুস্থ মানুষেরও মাস্ক পরা প্রয়োজন বলে জানানো হয়েছে। এর মাধ্যমে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। হংকংয়ের এ গবেষণার প্রমাণাদি সাপেক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞদের একটি প্যানেল তাদের দিকনির্দেশনা পরিবর্তন করতে যাচ্ছে।একদিনেই ১১৬৯ জনের মৃত্যু

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় করোনার দুটি ভ্যাকসিন পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার