যশোর রুপান্তর রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে পল্লব ও মেহেদী

মোঃ আল জুবায়ের রনি, যশোর প্রতিনিধি:
শুক্রবার, ০২ জুলাই ২০২১ | ৬:৫২ অপরাহ্ণ

রোটারী ইন্টারন্যাশনাল এর অঙ্গ সংগঠন রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশের অন্যতম একটি ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর রূপান্তরের নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ পল্লব হোসেন ও সচিব মীর মেহেদী হাসান শুভ।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী তারা ক্লাবটির দায়িত্ব গ্রহণ এবং কার্যক্রম শুরু করেছেন।

ক্লাবটির রোটারী বর্ষ ২০২১-২২ এর বোর্ড মেম্বারদের অন্যান্য অফিশিয়ালরা হলেন – সহ-সভাপতি হুমায়ূন চৌধুরী, যুগ্ম সচিব সাদ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আল জুবায়ের রনি, সম্পাদক মৃণাল কান্তি দেবনাথ, সদ্য সাবেক সভাপতি ফয়সাল বিন আহমেদ শাওন, ফাউন্ডেশন সার্ভিস ডিরেক্টর ও ক্লাব উপদেষ্টা মোঃ আল মামুন জীবন, ক্লাব সেবা পরিচালক আবদুল্লাহ আল নাইম, আন্তর্জাতিক সেবা পরিচালক ইলমা জামান সূচনা, সমাজসেবা পরিচালক মেহেরুন নাহার মীম, অর্থ সেবা পরিচালক অমরীন ইসলাম, পেশাগত সেবা পরিচালক অপূর্ব সরকার, চিফ সার্জেন্ট এ্যাট আর্মস মোঃ কবির হোসেন এবং সার্জেন্ট এ্যাট আর্মস মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও ক্লাবের সদস্য হিসেবে থাকছেন সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাবেক সভাপতি সালেমীর হোসেন মাসুম, আশরাফুল আলম আশা, মোঃ নাজমুল হোসাইন, আব্দুল মান্নান, মোঃ জোনায়ের হোসেন সহ আরও অনেকে।

ক্লাবটির বেশিরভাগ সদস্যই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর সরকারি এম. এম. কলেজে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন।

ক্লাবটির সিস্টার ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব যবিপ্রবি এবং পার্টনার ক্লাব রোটারি ক্লাব অব যশোর রূপান্তর। রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের অভিভাবকত্বে ক্লাবটির কার্যক্রম পরিচালিত হয়। অভিভাবক ক্লাবের ২০২১-২২ রোটাবর্ষের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ নূরে ইসলাম লাল্টু এবং সচিবের দায়িত্বে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।

ক্লাবের নতুন কমিটির সভাপতি মোঃ পল্লব হোসেন সাংবাদিকদের বলেন, “পুরা বিশ্বজুড়ে করোনার সৃষ্ট পরিস্থিতির মধ্যেও রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশের কার্যক্রমের সাথে সামঞ্জস্যতা রেখে ভার্চুয়াল মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আপাতত আমাদের সমস্ত নিয়মিত সভা, বোর্ড সভা, প্রোগ্রাম প্রজেক্ট আমরা সবকিছুই ভার্চুয়ালি করব। দেশ তথা পৃথিবীর পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার আগের মতো স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবো। পৃথিবী ভালো হয়ে যাক, সবাই সুস্থ থাকুক। আমাদের জন্য দোয়া করবেন সবাই।”

বাংলাদেশের রোটার‍্যাক্ট ক্লাব গুলোর কেন্দ্রীয় সংগঠন রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশ, অভিভাবক ক্লাব রোটারি ক্লাব অব যশোর রুপান্তর সহ অন্যান্য রোটার‍্যাক্ট ক্লাব গুলো এবং শহরের অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকেও রোটার‍্যাক্ট ক্লাব অব যশোর রুপান্তরের নতুন কমিটিকে কে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল এর নিয়ম অনুযায়ী রোটারি বর্ষ শুরু হয় পহেলা জুলাই থেকে এবং শেষ হয় ৩০শে জুন ।

পূর্ববর্তী নিবন্ধমডার্না ও সিনোফার্মের ২৩ লাখ টিকা আসছে রাতে
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ১৩২ মৃত্যু, শনাক্ত ৮,৪৮৩