যবিপ্রবিতে দুইদিন বন্ধ থাকবে করোনা পরীক্ষা, সর্বশেষ পজিটিভ ১৫২

ক্যাম্পাস প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২০ | ১:৩৩ পূর্বাহ্ণ
যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার (৩১ জুলাই) রাতে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের,  মাগুরার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের, সাতক্ষীরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও বাগেরহাটের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

যবিপ্রবির ল্যাবে মোট ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা পজিটিভ এবং ২৪৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলারগুলোর সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহা এবং ল্যাবের যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার জন্য আগামী ১ ও ২ আগস্ট জিনোম সেন্টারে নমুনা গ্রহণ ও পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। ৩ আগস্ট যথারীতি নমুনা গ্রহণ ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

মুক্ত ক্যাম্পাস/জুবায়ের/এমআর

পূর্ববর্তী নিবন্ধভোলাবাসীকে আন্দালিভ রহমান পার্থ’র ঈদ শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধআজ শোকাবহ আগস্টের প্রথম দিন