মোংলায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা

মোংলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ১০:১৫ অপরাহ্ণ | 159 বার পঠিত

বাগেরহাটের মোংলা উপজেলা রিপোর্টাস ক্লাবে বৃহস্পতিবার (১২ ই সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমসাময়িক বিষয়ে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. কবির উদ্দিন, চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবার হোসেন, সোনাইলতলা ইউনিয়নের চেয়ারম্যান নাজরিনা বেগম, বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বাবু নিখিল চন্দ্র রায়, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মাহবুবুর রহমান মোংলা উপজেলা ছাত্র লীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমুখ।

এসময় জেলা প্রসাশক মামুনুর রশীদ উপজেলার সকল স্তরের প্রতিনিধিদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসক বলেন, অবৈধ নদী, খাল দখল করে যারা স্থাপনা দখল করে আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। মামুনুর রশীদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমুখী কর্মকান্ডে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। জনসচেতনতা মূলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ ও এ বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলার সকল জনপ্রতিনিধিদের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক।

তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ডেঙ্গু রোধে উপজেলা শিক্ষা অফিসার’কে নির্দেশ প্রদান করা হয়। স্কুল, কলেজ সহ সকল সামাজিক প্রতিষ্ঠানে ডেঙ্গু নিরামায়ক বিষয় সচেতনতামূলক সভা করার নির্দেশ দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এর আগে জেলা প্রশাসক দুপুর ২ টায় মোংলা থানা পরির্দশন ও মতবিনিময় সভায় অংশ নেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

মুক্ত ক্যাম্পাস/ইয়াছিন/রানা 

পূর্ববর্তী নিবন্ধভোলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন
পরবর্তী নিবন্ধজিডিপিতে হংকং-সিঙ্গাপুরকে ছাড়ালো বাংলাদেশ