মোংলার লোকালয়ে অজগর সাপ

ইয়াছিন আরাফাত, মোংলা (বাগেরহাট)
সোমবার, ০১ জুন ২০২০ | ৩:০৮ অপরাহ্ণ

খুলনা গতকাল রবিবার সকাল ৮টার সময় চাঁদপাই রেঞ্জের সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের ৯নং ওয়ার্ডের মোঃ মোশারেফ শেখের বাড়ি থেকে ৫ হাতের বেশি (৮ফুট) একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজে উপস্থিত ছিলেন ভিটিআরটি মোঃ আবু সাইদ শেখ, মোঃ মোস্তফা মৃধা, সিপিজি মোঃ এনামুল সরদার। এছাড়াও ওয়াইল্ডটিমের প্রতিনিধি মোঃ হানিফ মল্লিক উপস্থিত ছিলেন। তিনি জানান, অজগর সাপটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জের নেতৃত্বে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এই বিষয়ে ওয়াইল্ডটিমের ষ্টাফ সাইফুল ইসলাম বলেন, ওয়াইল্ডটিম ২০০৭ সাল থেকে সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রানী সংরক্ষণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত সুন্দরবন থেকে আসা বন্যপ্রানী উদ্ধার করে বনবিভাগের নেতৃত্বে বন্যপ্রানী সুন্দরবনে অবমুক্ত করে থাকেন।

মুক্ত ক্যাম্পাস/ ইয়াছিন /এসএম

পূর্ববর্তী নিবন্ধউপ-প্রেস সচিব খোকনের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধবজলুল করিম চৌধুরীর মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক