নতুন চুক্তিতে মেসি

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ৮:০৮ পূর্বাহ্ণ | 122 বার পঠিত
নতুন চুক্তিতে মেসি

৩২ বছর বয়সী মেসি ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তির অর্থমূল্য ছিল ১০০ মিলিয়ন পাউন্ড। সেই চুক্তির মেয়াদ আছে আর মাত্র ১৮ মাস। বার্সা চায় ন্যু ক্যাম্পেই ক্যারিয়ার শেষ করুক ক্ষুদে জাদুকর।

সূত্রে জানা গেছে, আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে ২০২৩ সাল পর্যন্ত ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এজন্য নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে আগামী সপ্তাহে মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আর্জেন্টিনায় আলোচনায় বসবে কাতালান জায়ান্টদের প্রতিনিধি দল।

মৌসুমের দ্বিতীয়ার্ধ শুরুর আগে শীতকালীন ছুটিতে রোজারিওর নিজ বাড়িতে ফিরেছেন মেসি। নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য এবারের বড়দিনে সেখানেই হাজির হবে বার্সার প্রতিনিধি দল। সেখানে মেসি ও তার বাবা হোর্হের সঙ্গে দেখা করবেন তারা।

বার্সেলোনায় মেসি কতদিন থাকবেন- এমন প্রসঙ্গে ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ একবার বলেছিলেন, ‘লিও মেসি আমাদের সঙ্গে আগামী দুই, তিন, চার কিংবা পাঁচ বছর খেলবে। আমার এতে কোনো সন্দেহ নেই। যদি সে এখানে থাকার ব্যাপারে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে আমাদের সবাই চায় ও এখান থাকুক। কিন্তু আসল সিদ্ধান্ত তাকেই নিতে হবে। সে কবে খেলা ছাড়বে এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। কিন্তু কিছুদিন আগেই যেমনটা বলেছিল যে, সে বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চায়। আমরাও তাই চাই।’

২০২১ সালে সভাপতির মেয়াদ শেষ হবে বার্তোমেউয়ের। ওটাই আবার মেসির চলতি শেষ বছর। যদিও বার্সেলোনা প্রধান ভক্তদের আশ্বস্ত করেছেন, ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন না তাদের অধিনায়ক। কিন্তু কাতালানদের দেওয়া আজীবন চুক্তির প্রস্তাব মেসি ফিরিয়ে দেওয়াতেই তো জল্পনা ডালপালা মেলেছে।

অবশ্য বার্তোমেউ আগেই সমর্থকদের জানিয়ে রেখেছেন, তার আশা মেসি আরও পাঁচ বছর খেলবেন লাল-নীল জার্সিতে। ক্লাবের প্রতি মেসির ভালোবাসা ফুটে উঠেছিল তার এই কথায়, ‘লিওনেল মেসি আমাদের সঙ্গে আরও দুই, তিন, চার কিংবা পাঁচ বছর খেলবে। এতে আমার কোনও সন্দেহ নেই। অবশ্য সিদ্ধান্তটা তার ওপরই নির্ভর করছে। তবে সে কিন্তু কয়েক সপ্তাহ আগেই বলেছে, বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে চায়।’

মেসির চলমান চুক্তি ২০২১ সালে শেষ হলেও সামনের গ্রীষ্মের পরই ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার সুযোগ আছে। চুক্তির শর্ত হিসেবে ২০২০ সালের জুনে ইচ্ছা করলেই তিনি বার্সেলোনা ছাড়তে পারবেন, সেক্ষেত্রে কাতালানদের কিছু করার সুযোগ থাকবে না।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে
পরবর্তী নিবন্ধজেএমবি সদস্যকে আটক করেছে র‍্যাব