মেসিকে ‘সংযত হও’ বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
সোমবার, ০৮ জুলাই ২০১৯ | ১:২৯ অপরাহ্ণ | 355 বার পঠিত

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার এবারের আসরের শেষ চার থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে আরও একবার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।

তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন লিওনেল মেসি। সেমিতে আর্জেন্টিনার হারের কারণ হিসেবে এ দুটি বিষয়কে সামনে আনেন তিনি। এ ছাড়াও ব্রাজিলকেই টুর্নামেন্ট জিতিয়ে দেয়া হবে বলে ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও ধুয়ে দেন মেসি।

তবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের কথায় বেশ চটেছেন ব্রাজিল কোচ তিতে। মেসিকে আরো সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মেসির অন্তত নিজের সম্মানের দিকে তাকানো উচিত বলে মনে করেছেন তিনি।

সোমবার (০৮ জুলাই) পেরুকে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ঘরের মাঠ মারাকানায় ৩-১ গোলের দাপুটে জয় পায় সেলেকাওরা। তবে তিতে মনে করেন, তার দল রেফারিদের কিছু সিদ্ধান্তে কঠিন সময় পার করেছে ও মেসির কথা এই ম্যাচ অফিসিয়ালদের ওপর প্রভাব পড়েছে।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

তিতে বলেন, ‘তাকে (মেসি) সম্মান দেখাতে হবে, তাকে অবশ্যই হারকে মেনে নিতে হবে। আমরাও অনেক ম্যাচে ভুগেছি, এমনকি বিশ্বকাপেও, সুতরাং সাবধান হও। সে আমাদের চাপে রেখেছে, কেননা সে গ্রেট একজন খেলোয়াড়। প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে। তবে তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে।’

কোপা আমেরিকার ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে মেসি প্রসঙ্গ। তিতে মনে করেন মেসির লাল কার্ড পাওয়া উচিত হয়নি। তিনি বলেন, ‘সে বড় জোর হলুদ কার্ড দেখত। মেডেলকেই লাল কার্ড দেখানো উচিত ছিল।’

ব্রাজিল ও চিলির বিপক্ষে খেলার পর মেসির কিছু বেফাঁস মন্তব্য মোটেও ঠিক হয়নি বলে মনে করেন তিতে। তিনি বলেন, ‘তার আরো বেশি সংযমী হওয়া উচিত। রেফারির সিদ্ধান্তকে সম্মান করতে হবে। হারের পর তা মেনে নেওয়া খেলারই অংশ।’

ফাইনাল ম্যাচসহ অনেক ম্যাচেই ব্রাজিল বাজে রেফারিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিতে। তিনি বলেন, ‘আমরা অনেক ম্যাচেই বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। এমনকি বিশ্বকাপের ম্যাচেও। মেসিকে এটা বুঝতে হবে। আজকের ম্যাচেও তেমনটা হয়েছে। থিয়েগোর ওটা কখনই পেনাল্টি ছিল না। ভেনিজুয়েলার বিপক্ষে আমাদের একটি প্রাপ্য গোল বাতিল হয়েছে।’

ব্রাজিলকে জেতাতেই রেফারি ইচ্ছে করে বাজে সিদ্ধান্ত দিয়েছেন বলে মেসি যে অভিযোগ এনেছেন তা নাকচ করেছেন তিতে। তিনে বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমরা পরিস্কারভাবে জিতেছি। সেদিন কোনো বাজে রেফারিংয়ে ঘটনা ঘটেনি।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঅ্যামাজনের অজানা তথ্য
পরবর্তী নিবন্ধমার্কিনিরা ছুটছে ৬৫ ইঞ্চি টিভির পেছনে!