মেসিকে পিএসজিতে আনতে নেইমারের অনুরোধ

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ | ৫:১৬ অপরাহ্ণ
মেসিকে পিএসজিতে আনতে নেইমারের অনুরোধ

আকস্মিক বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড় সৃষ্টি করেন লিওনেল মেসি। এই ঘোষণা দেওয়ার পর থেকেই মেসিকে পিএসজিতে পেতে মাঠে নেমেছে বেশ কয়েকটি দল। এর মধ্যে সবার আগে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মেসির সাবেক গুরু পেপ গার্দিওয়ালা সেখানে থাকায় আলোচনায় পাচ্ছে বাড়তি মাত্রা। তবে মেসির সাবেক বার্সা সতীর্থ নেইমারের অগ্রগামিতায় মাঠে নামছে পিএসজিও।

দলের মূল তারকা নেইমারের অনুরোধে নড়েচড়ে বসেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসিকে পেতে বার্সেলোনাকে নাকি প্রস্তাব দেবে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হওয়া দলটি।

আরও পড়ুন: মেসি যেকারণে বার্সাকে ছাড়তে চান

জাতীয় দলে মেসি-নেইমার দুই মেরুর। দুজনেই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে মেসি-নেইমারের সম্পর্ক উষ্ণ হয়ে বার্সেলোনার কারণেই। শুরু থেকেই বার্সাতে আছেন মেসি। এরপর মেসির সঙ্গে চারটি মৌসুম কাটিয়েছেন নেইমার। বিপদে আপদে দুজনই পাশে থেকেছেন নিরবচ্ছিন্ন। নেইমারকে পুনরায় পিএসজি থেকে বার্সাতে আনার ব্যাপারে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন মেসি। কিন্তু সেটা আর হয়নি। এবার বার্সার সঙ্গে মন মালিন্যের জের ধরে মেসি যখন চলে যেতে চাইছেন, পুরোনো বন্ধু নেইমার জোর কদমে এগুচ্ছেন মেসিকে পিএসজিতে টানতে।

এক টুইটে স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন জানান, ‘তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’

এদিকে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইতোমধ্যে মেসি-নেইমারের মধ্যে ফোনে কথা হয়েছে। শুধু নেইমার নয়, পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়ার সঙ্গেও নাকি মেসির কথা হয়েছে।

মেসি অবশ্য এরই মধ্যে দ্বারস্থ হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে। সেখানে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। ফিফা অনুমোদন দিলে স্বস্তি মিলবে আর্জেন্টাইন তারকার। সেক্ষেত্রে রিলিজ ক্লজ তখন থাকবে শুধু খাতা কলমে। ফ্রি হিসেবে তখন মেসি যোগ দিতে পারবেন যেকোনো ক্লাবে।

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এটার কারণেই মূলত এখনও প্রস্তাব দেয়নি পিএসজি। এ মূল্যে মেসিকে কোনার আগ্রহ পিএসজির নেই বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ফ্রি অথবা আরও কম মূল্যে হলে মেসিকে কেনার রেসে ভালোভাবে মাঠে নামবে পিএসজি।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধকরোনায় একদিনে মৃত্যু ৪৭, নতুন শনাক্ত ২২১১
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির জাতীয় শোক দিবসের আলোচনা সভা