মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ জুন, আবেদন ১ এপ্রিল

এমসি রিপোর্ট
শনিবার, ২৭ মার্চ ২০২১ | ১:৫৮ পূর্বাহ্ণ
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ জুন, আবেদন ১ এপ্রিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ জুন, আবেদন ১ এপ্রিলবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ জুন সকাল ১০টায় ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে। ওইদিনই বিকেল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ৫ জুন সকাল ১০টা ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ও বিকাল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি ফ্যকাল্টির আবেদন ফরমের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব সবার : সোহরাব হোসাইন
পরবর্তী নিবন্ধউপবৃত্তিযোগ্য শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির শেষ সময় ২৩ এপ্রিল