মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | ১:৩০ অপরাহ্ণ
দুপুর ১২টায় ডেন্টালে ভর্তি আবেদন শুরু

মেডিকেল ভর্তি ফলে মেয়েরা এগিয়ে : ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

***মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখুন এক ক্লিকেই

মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৩৩৭ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা: পুরুষ অনুপাত ৫৬.০৯:৪৩.৯১ (মহিলা ৪৪৫০৪ জন, পুরুষ ৩৪৮৩৩ জন) জন ভর্তিচ্ছু। এই ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিক্যাল কলেজে পরীক্ষা দিয়েছেন।

জানা যায়, সুমাইয়া মোসলেম মিমের মোট প্রাপ্ত নম্বর ২৯২.৫। আর ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে পেয়েছেন ৯২.৫। তার পিতা মুসলেম উদ্দিন সরদার একজন সরকারি চাকরিজীবী। খাদিজা খাতুনও একজন সরকারি চাকরিজীবী। তার জন্ম ২০০৪ সালের ১১ অক্টোবর।

তিনি খুলনার ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন।

মেডিকেল ভর্তি ফলে মেয়েরা এগিয়ে

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে https://result.dghs.gov.bd/mbbs/ ফল প্রত্যাশী পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারছেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রকাশিত ফল অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocam

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২০২২
পরবর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখুন এক ক্লিকেই