হলিউডে ফিরছেন রাজবধূ মেগান মার্কেল

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ | 129 বার পঠিত
হলিউডে ফিরছেন রাজবধূ মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পরপরই জানা গেল, ডিজনির সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মেগান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল ও মিরর জানায়, কানাডায় স্বামী হ্যারি ও সন্তান আর্চিকে নিয়ে ছয় সপ্তাহের দীর্ঘ ছুটি কাটাতে যাওয়ার আগে ডিজনিতে কণ্ঠ দিয়েছেন মেগান। এ থেকে প্রাপ্ত অর্থ হাতিদের সুরক্ষায় তিনি খরচ করবেন বলে জানানো হয়েছে। রাজবধূ হওয়ার আগে হলিউডে অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন মেগান। তবে রাজপরিবারের অংশ হয়ে যাওয়ার শর্ত হিসেবে অভিনয় ছাড়তে হয় তাকে। এখন ডিজনির সঙ্গে মেগানের নতুন এ চুক্তি তার অভিনয়ে ফেরার ইঙ্গিত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। মেগান ও হ্যারি রাজপরিবার থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছিলেন, সেখানে ‘স্বাধীনভাবে অর্থ উপার্জন’র বিষয়টিও বলা হয়েছে। অভিনয়ে মেগানের ফেরাও তার একটি মাধ্যম হতে পারে বলে মনে করছেন বোদ্ধারা।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/তাহমিনা

পূর্ববর্তী নিবন্ধচুলের খুসকি দূর করতে সাহায্য করে নিম পাতা
পরবর্তী নিবন্ধখুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক