সর্বোচ্চ বেতন পাবেন মুশফিকুর রহিম

শাহরিয়ার তানজিদ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১:৩৬ পূর্বাহ্ণ | 118 বার পঠিত
সর্বোচ্চ বেতন পাবেন মুশফিকুর রহিম

বিসিবির নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন পাবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিগত তিন বছরের অর্জিত পয়েন্টের উপর নির্ভর করে এই বেতন কাঠামো নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি বিসিবির নতুন বেতন কাঠামো অনুযায়ী খেলোয়াড়দের প্রতি টেস্টে ম্যাচ ফি সাড়ে তিন লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে যাতে খেলোয়াড়রা দীর্ঘ ফরম্যাটের এই খেলায় বেশি মনোযোগ দেয় এবং তিন বছরে এই প্রথম খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করা হয়েছে।

২০১৭ পর্যন্ত একটি টেস্ট খেলে ৮ পয়েন্ট অর্জন করতো খেলোয়াড়রা কিন্তু ২০১৮ এর পর থেকে প্রতি টেস্টে ১০ পয়েন্ট পায়।তেমনি করে ওয়ান ডে এবং টি টুয়েন্টি এর পয়েন্ট যথাক্রমে চার ও তিন থেকে পাঁচ ও চারে উন্নীত করা হয়।

সর্বোচ্চ বেতন পাবেন মুশফিকুর রহিম

এই পয়েন্ট বিভাগের উপর ভিত্তি করে মুশফিক টেস্টে পেয়েছেন ৫৭৪ পয়েন্ট এবং সংক্ষিপ্ত ফরম্যাটে পেয়েছেন ১১৭২ পয়েন্ট যা চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি।

এর ফলস্বরূপ বিসিবি মুশফিকের মাসিক বেতন ২০০০০ টাকা বৃদ্ধি করেছে। ফলে প্রতি মাসে ৬,২০০০০ টাকা বেতন পাবে ডানহাতি এই ব্যাটসম্যান।

উল্লেখ্য, জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন পাবেন তিন লক্ষ টাকা। এছাড়াও তাইজুল ইসলাম (২,৫০০০০ টাকা) , ইমরুল কায়েস (২০০০০০ টাকা) , মোহাম্মদ মিঠুন (১,৭৫০০০ টাকা) । মুস্তাফিজুর রহমানের বিগত টেস্ট পারফরম্যান্সের উপর ভিত্তি করে তার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা কমানো হয়েছে।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/শাহরিয়ার/এমআর

পূর্ববর্তী নিবন্ধকালিয়ায় ‘দক্ষতা অর্জন ও সচেতনতা শীর্ষক’ সেমিনার
পরবর্তী নিবন্ধবকেয়া পরিশোধ না করায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা