হামলার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপির একে অপরের বিরুদ্ধে মামলা

ঢাবি প্রতিনিধিঃ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | ৬:৩৭ অপরাহ্ণ | 223 বার পঠিত

মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ একই সংগঠনের ৩০–৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। অন্যদিকে একই ঘটনার উপর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসু ভিপি সহ কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। উভয়ই লিখিত অভিযোগ করতে গেলে এসময় থানার বাইরে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।

ডাকসু ভিপির মামলার এজহারে বলা হয়, গতকাল সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী হামলা চালায়। পর পর দুই বারের হামলার শিকার হয়ে ডাকসু ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আহত হন ১৪। তবে, হামলায় অংশ নেওয়া ৩০–৩৫ জনের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মিজানুর রহমান পিকুল, খোকন মিয়া, ইয়াসিন আরাফাত তুর্য্যসহ কয়েকজন।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, মঙ্গলবারের হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করলে সেখানেও রড, হকিস্টিক, লাঠি নিয়ে পেটানোর হুমকি দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।

পরে এই হামলার খবর উপাচার্যকে জানাতে গেলে সেখানেই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের উপর দ্বিতীয় দফা হামলা চালায় মুক্তিযুদ্ধ সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে।

অপরদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের এজাহারে বলা হয়, গতকাল মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে ডাকসু ভিপি নুরের নেতৃত্বে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন, মাহফুজ উল্লাহ, মোল্লা বিন ইয়ামিন, সিফাত উল্লাহ সহ অজ্ঞাত ২৫/৩০ জন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা করে।

এজাহারে আরো বলা হয়, হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্য, সদস্য আসলাম, সহ-সভাপতি মাহবুব হাসান নিয়ন মারাত্মকভাবে আহত হোন। গুরুতরভাবে আহত ও জখম হওয়া নেতাকর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুই পক্ষই অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবো।

থানায় অভিযোগ জমা দেয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে নুর বলেছেন, আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি। থানার সামনে অবস্থান নেয়েছি, সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদেন উপর হামলা করতে আসছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সেখানে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে তিনি বলেন, পুলিশের অগ্রগতি দেখে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ছাত্রদল এবং নিষিদ্ধ সংগঠন শিবিরের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। এসবের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দিবে না।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধরাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধদুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫