মিলান কনস্যুলেটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা উদযাপন

নাজমুল হোসেন (মিলান, ইতালি):
শনিবার, ১১ জানুয়ারি ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ
মিলান কনস্যুলেটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

ইতালির মিলানে শুক্রবার (১০ জানুয়ারি) মিলান কনস্যুলেটে অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২০ ও জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা। শুক্রবার কনস্যুলেট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ ও ভাইস কনসাল রফিকুল করিম।

কনসাল জেনারেল তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।পুরো বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে মিলান কনস্যুলেট শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে। তিনি অনুষ্ঠানগুলো সার্থক ও সফল করার জন্য মিলান আওয়ামী লীগ ও সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক হানিফ শিপন, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ,তোফায়েল আহমেদ খান, শাহ আলম, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, রিপন প্রমুখ।

উপস্থিত ছিলেন মনজুর হোসেন সাগর, ইব্রাহিম মিয়া, ইরফান সিকদার সহ মিলান আওয়ামি লিগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে উপলক্ষ করে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হলো।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এবছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/নাজমুল/জেডআর

পূর্ববর্তী নিবন্ধসমালোচনার মুখে হার্শেল গিবস
পরবর্তী নিবন্ধপর্তুগালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উদযাপন