পম্পেও’র বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ চীনা গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৬ মে ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ | 110 বার পঠিত
পম্পেও'র বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ চীনা গণমাধ্যমে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উহানের পরীক্ষাগার থেকে ‘করোনাভাইরাসের উৎপত্তির যথেষ্ট প্রমাণ আছে’ বলে দাবি করার পর তার বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে পম্পেও ‘যথেচ্ছভাবে বিষোদগার করছেন এবং মিথ্যা ছড়াচ্ছেন’ বলে কড়া ভাষায় মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করোনাভাইরাস চীনের তৈরি এবং সেটা উহানের ল্যাবে তৈরি হয়েছে। রবিবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, করোনা যে চীনের উহানের ল্যাবে তৈরি হয়েছে সে বিষয়ে অনেক প্রমাণ আছে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। তবে পম্পেও বলেন, মনে রাখবেন, বিশ্বে সংক্রামক রোগ ছড়িয়ে দেওয়া আর নিকৃষ্টমানের ল্যাবরেটরি পরিচালনার ইতিহাসও চীনের আছে। এরপরই চীনের গণমাধ্যম এর পাল্টা প্রতিক্রিয়া জানাল। মঙ্গলবার চীনের ‘গ্লোবাল টাইমস পত্রিকা পম্পেওর ‘অধঃপতন’ হয়েছে বলে মন্তব্য করেছে।

পম্পেও’র বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ চীনা গণমাধ্যমে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ‘অনুমান নির্ভর’। ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান। এছাড়া, গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও জানিয়েছিল, করোনাভাইরাস মানুষ্য-সৃষ্ট নয় বা সেটির জিনগত পরিবর্তনও ঘটানো হয়নি বলেই একমত তারা।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে কাল জোহর থেকে মসজিদে নামাজের অনুমতি
পরবর্তী নিবন্ধযবিপ্রবির ল্যাবেই আহার, নিদ্রা, গবেষণা চালিয়ে যান দুই শিক্ষার্থী!