একজন মা’কে বাঁচাতে এগিয়ে আসুন

ক্যাম্পাস প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ | 107 বার পঠিত
একজন মা'কে বাঁচাতে এগিয়ে আসুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইটিই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আশরাফি ইসলাম জবার মা টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক জরুরি ভিত্তিতে টিউমারের অপারেশনের পরামর্শ দিয়েছেন।

নিম্নমধ্যবিত্ত পরিবার হওয়ায় অপারেশনের জন্য সব টাকা জোগাড় না করতে পারায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

জবা জানান, ‘মায়ের অপারেশনের জন্য ৪৫ হাজার টাকা প্রয়োজন। মাত্র ১০ হাজার টাকা সংগ্রহ হয়েছে। আমার পরিবারের পক্ষে মাত্র ২ দিনে এতো টাকা সংগ্রহ করা সম্ভব না। ‘

তিনি জানান, ‘আগামী ২২ জুলাই, বুধবার তার মায়ের অপারেশন, নিজেদের সবটুকু দিয়ে এখনো ৪৫ হাজার টাকা সংগ্রহ করতে পারেননি। তিনি সবার কাছে মানবিক আবেদন জানিয়েছেন তার মায়ের জন্য সাহায্য করতে।

আপনার আমার সামান্য সাহায্যে হয়তো বেঁচে যেতে পারেন একজন মা। পৃথিবীতে মাতৃস্নেহের থেকে বড় আর কি হতে পারে!

যোগাযোগ ও সহযোগিতা জন্যঃ

বিকাশ নাম্বার :
জবা: 01917713247
আশিক: 01680754498
হাসিব: 01981298006

মুক্ত ক্যাম্পাস/রিফাত/এমআর

পূর্ববর্তী নিবন্ধঅকথ্য ভাষায় গালিগালাজ, যবিপ্রবির কর্মকর্তার কক্ষ ভাংচুরের অভিযোগ
পরবর্তী নিবন্ধফ্রান্স থেকে রাডার কিনছে বাংলাদেশ, শনাক্ত হবে যেকোনো প্লেন