মাকে নিয়ে আজ রাতে হজে যাচ্ছেন সাকিব

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
শুক্রবার, ০২ আগস্ট ২০১৯ | ৮:৩১ অপরাহ্ণ | 208 বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আজ শুক্রবার রাতে মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে হজের উদ্দেশে রওনা দেবেন। এর আগে সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত বছর মা ও মেয়েকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে তিনি বলেছিলেন, ‘শুক্রবার পবিত্র হজে যাচ্ছি। হজ শেষে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে। ফিট থাকলে আশা করি এ সিরিজে খেলব।’

ইংল্যান্ড বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন সাকিব। তাই অনুষ্ঠিত শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ছিলেন না তিনি।

তবে অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট সিরিজের পর আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ চাইলেন মান্না
পরবর্তী নিবন্ধক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র