মহামারী করোনা পরিস্থতিতে ইবি’র ছুটি বৃদ্ধি

শাহিন আলম, ইবি প্রতিনিধিঃ
সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৬:৩০ অপরাহ্ণ | 107 বার পঠিত
অপপ্রচারজনিত বিভ্রান্তি নিরসনে ইবি বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্তের আলোকে পুনরায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

আজ সোমবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি হতে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইবি’র সকল ক্লাস-পরীক্ষা, আবাসিক হল এবং পরবর্তীতে অফিস সমূহ বন্ধ ঘোষণা করা হয়।

সম্প্রতি সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস-পরীক্ষা, আবাসিক হল এবং অফিস সমূহের ছুটির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে।

তবে এসময় মেডিকেল সহ জরুরী সেবাসমূহ চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতি সংক্রান্ত যেকোন প্রয়োজনে ”ইবি করোনা সেলে” এর হট লাইনে ০১৭২৭৩০০১১৯ যোগাযোগ করতে বলা হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/কেআর

পূর্ববর্তী নিবন্ধকালিয়ায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় আড়াইশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ