মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ৩১ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২০ জুলাই ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ | 268 বার পঠিত
মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ৩১ জুলাই

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে।

সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

এদিকে বাংলাদেশে ঈদুল আযহার তারিখ নির্ধারণে মঙ্গলবার (২১ জুলাই) সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ জুলাই) ইসলামী ফাউন্ডেশন এ তথ্য জানায়। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

এ দিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধফ্রান্স থেকে রাডার কিনছে বাংলাদেশ, শনাক্ত হবে যেকোনো প্লেন
পরবর্তী নিবন্ধডাকসু নির্বাচনে অনিয়ম: সেই ঢাবি শিক্ষকের পদাবনতি