মহাকবি মধুসূদন পদক পেলেন রাবি অধ্যাপক অনীক মাহমুদ

রাবি প্রতিনিধি:
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ | 168 বার পঠিত
মহাকবি মধুসূদন পদক পেলেন রাবি অধ্যাপক অনীক মাহমুদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কবি অনীক মাহমুদ ‘মহাকবি মধুসূদন পদক-২০২০’ পেয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা বিভাগের কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, সাগরদাঁড়ি মধুসূদন মেলামঞ্চে মধুসূদন ফাউন্ডেশন জেলা প্রশাসন যশোর কর্তৃক তাঁর হাতে পদক তুলে দেন।

যশোরের সাগড়দাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার ৪র্থ দিনে বাংলা কাব্যে অসামান্য অবদানের জন্য সৃষ্টিশীল কবিতা ও নাটক সাহিত্য ক্যাটাগরিতে তিনি এ পদক লাভ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

পুরস্কার গ্রহণের পর কবি অনীক মাহমুদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, মধুসূদন বলেছেন ‘ রেখ মা দাসেরে মনে… রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বিদ্রোহী কবি নজরুলও বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান। আমিও মনে করি মানবকল্যাণই হতে পারে একজন মহৎ কবির অন্বিষ্ট পথ। আমার কাব্যও মানুষের কল্যাণেই নিবেদিত হবে এ আশীর্বাদ আপনারা করবেন। মহাকবি মধুসূদনের নামে আপনারা যে পদক দিয়ে আমাকে সম্মানিত করলেন তা আমি শ্রদ্ধাভরে হৃদয়ে ধারণ করলাম।

এ পর্যন্ত কবি অনীক মাহমুদের ২৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘কালজ করতাল’ (২০১৯) কাব্যগ্রন্থের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। কাব্য ছাড়াও প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনি, স্মৃতিকথা, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা একশ’র কাছাকাছি। ইতোমধ্যে তাঁর তের খন্ড রচনাসংগ্রহ প্রকাশিত হয়েছে ঢাকাস্থ সুচয়নী পাবলিশার্স থেকে। বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে অনীক মাহমুদ বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ, বাংলা গবেষণা সংসদের সভাপতি প্রভৃতি পদে কাজ করেছেন। এই পুরস্কারের পূর্বে তিনি স্পন্দন সংসদ পুরস্কার (১৯৮১), বাংলাদেশ পাবলিক লাইব্রেরি বিভাগীয় পুরস্কার (১৯৮৫), ড. আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার (২০১১), কবিকুঞ্চ পদক (২০১৫), কবি সভা রংপুর সম্মাননা (২০১৮) অর্জন করেন।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করু

মুক্ত ক্যাম্পাস /জান্নাত/জেডআর

পূর্ববর্তী নিবন্ধসনাতন বিদ্যার্থী সংসদ চবির নতুন কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধ২০২১ বিশ্বকাপ ভারতে না খেলার হুমকি পাকিস্তানের