মক্কার দেড়হাজার মসজিদ খুলছে রবিবার

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ জুন ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাস গোটা পৃথিবীকে বিচ্ছিন্ন করে দেয়। মানুষের সামাজিক জীবনযাপন, ধর্মীয় কাজে আসে বিধি নিষেধ। তবে অবস্থা কিছুটা বদলাতে শুরু করেছে। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পবিত্র নগরী মক্কার মসজিদুল হেরেমসহ ১৫শ’ ৬০টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে সৌদি সরকার। দীর্ঘ তিন মাসপর রবিবার ( ২১ জুন) ফজর থেকে মুসল্লীদের জন্যে মসজিদের দরজা খুলে যাবে।

সৌদি গেজেট জানিয়েছে, এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসুল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা আদায় বন্ধ রয়েছে। গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী রবিবার থেকে খুলতে যাচ্ছে এসব মসজিদ।

মুক্ত ক্যাম্পাস/এসএম

পূর্ববর্তী নিবন্ধফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ব্যবহারের অযোগ্য : বিআরটিএ
পরবর্তী নিবন্ধচীনে পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ