ভ্রাম্যমাণ আদালত সঠিকভাবে পরিচালনার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | ১:৩৯ অপরাহ্ণ | 116 বার পঠিত

ভ্রাম্যমান আদালত সঠিকভাবে পরিচালনা করার জন্য আরো লজিস্টিক সাপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (রবিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

জানা যায়, গত ১৮ই নভেম্বর ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে দেয়া দণ্ডাদেশের ৪ মাস পেরোলেও আদেশের প্রত্যায়িত অনুলিপি না পাওয়ার প্রেক্ষাপটে করা এক রিটের শুনানিতে র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে তলব করে হাইকোর্ট। সাজা দেওয়ার ৪ মাস পরও অনুলিপি দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মিজান মিয়া নামে এক ব্যক্তি ১৭ই নভেম্বর রিটটি করেন।

এছাড়া গত ১৮ই জুলাই অভিযান চালিয়ে র‌্যাব এর ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তপু এন্টারপ্রাইজ নামের একটি পশুখাদ্য প্রস্তুতকরণ কারখানার ব্যবস্থাপক মিজানকে এক বছরের কারাদণ্ড দেয়।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধস্পেনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইএসের টুপি কিভাবে এলো জানে না কেউ-তাহলে জানে কে? প্রশ্ন হাইকোর্টের