ভোলায় সন্তানের সামনে গৃহবধূকে নিপীড়ন: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি:
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | ১:০৫ অপরাহ্ণ | 120 বার পঠিত

ভোলার মনপুরায় আড়াই বছরের সন্তানের সামনে এক গৃহবধূকে নিপীড়নের অভিযোগে ছাত্রলীগ নেতা মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোর ৩টার দিকে উপজেলারসাকুচিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম (৩০) মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচার বাবার বাড়ি থেকে স্পিডবোটে করে মনপুরায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে গৃহবধূ প্রথমে গণধর্ষণ ও পরে ছাত্রলীগ নেতার ধর্ষণের শিকার হন। আড়াই বছরের সন্তানের সামনে তাকে গণধর্ষণ করা হয়।

গণধর্ষণে অভিযুক্ত অপর আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম, মো. শাহীন, মো. কিরণ, রাসেদ পালোয়ান, ও স্পিডবোট চালক রিয়াজ উদ্দিন।

তাদের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে স্পিডবোটে মনপুরায় আসার সময় পথিমধ্যে চরপিয়ালে গৃহবধূ গণধর্ষণের শিকার হন।

চরের মহিষ বাথানরা ঘটনাটি দেখে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরপিয়াল থেকে তাকে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসা হয়।

গৃহবধূ জানান, চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে মনপুরার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ না পেয়ে তিনি এক স্পিডবোটে ওঠেন। বোটে আরও দুজন যাত্রী ওঠে।

পথিমধ্যে জনতার খালের পাড় থেকে আরও দুজন ওঠে। একপর্যায়ে ওই যাত্রীরা স্পিডবোট চালককে চরপিয়ালে নিয়ে যেতে বাধ্য করে। সেখানে তাকে চারজন ধর্ষণ করে।

এর পর জনতার খাল থেকে স্পিডবোট নিয়ে চালক ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলের কাছে নিয়ে যান। নজরুল তখন চারজনকে মারধর করে তিন হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

এর পর নজরুল চরে নিয়ে তাকে ধর্ষণ করে এবং এক হাজার টাকা দেয়। নাম না বলতে হুমকি দেয়। নাম বললে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ারও হুমকি দেয় নজরুল।

এ ধর্ষণের ঘটনা স্বীকার করে স্পিডবোটের চালক রিয়াজ জানান, গৃহবধূকে চরপিয়ালে নিয়ে চারজন গণধর্ষণ করে। এর পর ঘটনাটি স্পিডবোটের মালিক নজরুলকে জানান।

কিন্তু নজরুল স্পিডবোটে করে গৃহবধূকে আবার চরপিয়ালে নিয়ে ধর্ষণ করে। চরের ভেতর ওই গৃহবধূকে নিয়ে নজরুল এক ঘণ্টা থাকে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরপিয়ালের গণধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে মহিষ বাথানরা তাকে জানান। ঘটনাটি মনপুরা থানার ওসিকে জানানো হলে সন্ধ্যা সাড়ে ৭টার গৃহবধূকে চর থেকে উদ্ধার করা হয়।

ওসি সাখাওয়াত হোসেন জানান, এক নারীকে চরপিয়ালে ধর্ষণ করা হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/আরিয়ান/এআর

পূর্ববর্তী নিবন্ধভোলার লালমোহনে সন্তানের সামনে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন
পরবর্তী নিবন্ধমিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিরাজগঞ্জের নিবির